পাকিস্তানে ভয়াবহ তাপদাহ চলছে। গত শনিবার সিন্ধু প্রদেশের জ্যাকবাবাদে সর্বচ্চ ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে । কোরাচিতে। কোরাচিতে ওতটা তীব্র না হলেও গরম টা কমও ছিল না।
শনিবার সেখানে ৪৩ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এমন একদিনে ২ ম্যাচ খেলা ক্রিকেটারের হিট স্টোকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
একটি নিউজে পাকিস্তান জানিয়েছে যে উত্তর নাজিমাবাদের আন্নু ভাই পার্কে এক ম্যাচ শেষে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ওমর খান নামের এক স্থানীয় ক্রিকেটারের।
এ ব্যাপারে তার ভাতিজা তালহা নিউজকে বলেছেন শনিবার লান্ধিতে একটি ম্যাচ খেলার পর রাতে আবার আন্নু ভাই পার্কে খেলতে গিয়েছিলেন ওমর খান।
তালহা জানিয়েছেন তাকে যেন শেষ ওভার করতে দেওয়া হয় সে ব্যাপারে জানিয়েছিলেন অধিনায়ককে।দলকে জিতিয়েছিলেন শেষ ওভারেও। খেলা শেষে একপর্যায়ে মাঠে লুঠিয়ে পরেন ওমর খান। তাকে আব্বাসি শহিদ হাঁসপাতালে নেওয়ার পর চিকিৎসক বলেছেন অনেক আগেই সে মৃত্যু বরণ করেছেন।