পূর্ব ঘোষিত ২১ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিন মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।







বিপিএলের অষ্টম আসরের অন্যতম শক্তিশালী দল ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের নেতৃত্বে ট্রফি জয়ের মিশনে নামবে দলটি। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর এক অভিজাত হোটেলে জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব বলেছেন, সবাই মিলে চেষ্টা করবেন বরিশালকে বিপিএলের ট্রফি এনে দিতে।
এবার প্রতিটি দলের একাদশে ৮ জন দেশি ও ৩ জন বিদেশি ক্রিকেটার থাকবে। বরিশালের অধিনায়ক বলছেন, দলের জন্য সবাই গুরুত্বপূর্ণ। দেশি-বিদেশি পার্থক্য করা, কাউকে বেশি গুরুত্বপূর্ণ করা, বেশি দায়িত্ব দেয়ার পথে যেতে চান না সাকিব।
তার মতে, দল জিততে হলে সবাইকে মিলেই ভূমিকা রাখতে হবে।সাকিব বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা খুব ভারসাম্যপূর্ণ একটি দল। খেলা শুরু হলে কিছু কিছু ঘাটতি দেখা দিতে পারে, যেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব।







বরিশাল দলের কথা বলছি, দেশি-বিদেশি তুলনা করতে চাই না বা কার গুরুত্ব বেশি কার গুরুত্ব কম সেটা বলতে চাই না। মাঠে ১১ জন খেলবে, বাকিরা ডাগআউটে যারা থাকবে সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারি তাহলে ফলাফল আসা সম্ভব।
ডিআরএস না থাকায় হতাশা আছে সাকিবের মনে। তবে বিসিবির চেষ্টায় সন্তুষ্ট তিনি। নিরপেক্ষ একটা টুর্নামেন্টই আশা করছেন বাঁহাতি এ অলরাউন্ডার।
সাকিব বলেন, ‘যে প্রযুক্তিটা ব্যবহার হচ্ছে, সেটা খুব বেশি দিন আসেনি আন্তর্জাতিক ক্রিকেটে। যদি থাকতো অবশ্যই খুব ভালো হতো। না থাকাটা একটু হতাশার। কিন্তু আমার ধারণা, বিসিবি তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে।







আপনারা যদি বিসিবির সিইওর সাক্ষাৎকারটা দেখে থাকেন, তারা আইসিসি পর্যন্ত চেষ্টা করেছে ডিআরএসটা আনার জন্য। যেহেতু সম্ভব হয়নি সেহেতু এটা নিয়ে কথা বলার আর কিছু নেই। আমার কাছে মনে হয়, খুব ভালো এবং ফেয়ার একটা টুর্নামেন্ট হবে। যেখানে সেরা দলটাই জিতবে।’
বিপিএল দেশীয় তরুণ ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বলে উল্লেখ করেন সাকিব। এ টুর্নামেন্ট থেকে ২-৩ জন বড় ক্রিকেটার পাওয়ার আশা করছেন তিনি।
সাকিব বলেন, ‘দেশি ক্রিকেটারদের জন্য তো বড় একটা সুযোগ, বড় একটা মঞ্চ নিজেদেরকে মেলে ধরার, নিজেদের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে আসার। আমি বিশ্বাস করি, এখান থেকে আমরা ২ কিংবা ৩ জন নতুন খেলোয়াড় পাব যারা বাংলাদেশকে অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিনিধিত্ব করতে পারবে।’






