নতুন আইসিসি র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকে গেলো পাকিস্তান, দেখেনিন বাংলাদেশের অবস্থান

আইসিসির র‍্যাঙ্কিং নিয়ে মধুর সমস্যায় পড়েছে পাকিস্তান। র‍্যাঙ্কিংয়ে কখন কয় নম্বরে ওঠে, আবার দুপ করে নেমে যায়, নিজেরাও বোধহয় টের পায় না।

গত সপ্তাহে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডেতে সবার ওপরে ওঠে পাকিস্তান। দুদিনের মাথায় আবার নেমে যায় তিন নম্বরে। আজ তিনদিন পর আবার উঠে এলো দ্বিতীয় স্থানে!

আজ বৃহস্পতিবার (১১ মে) আইসিসি তাদের র‍্যাঙ্কিং পুনরায় হালনাগাদ করেছে। সেখানে সেরা তিন দলের মধ্যে পয়েন্ট ব্যবধান মাত্র তিন পয়েন্ট। ভারতকে টপকে দুইয়ে উঠে এসেছে বাবর আজমরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে জেতে পাকিস্তান। প্রথম চার ম্যাচে জিতে উঠে আসে শীর্ষে।

টানা চার জয়ের পর সিরিজের শেষ ম্যাচ হারে তারা। ম্যাচটি না হারলে শীর্ষেই থাকতো পাকিস্তান। পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ১১৬। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। ১১৫ পয়েন্ট নিয়ে ভারত আছে তিন নম্বরে। ১০৪ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। পরের দুই স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

তালিকায় বাংলাদেশ আছে সপ্তম অবস্থানে। তামিম ইকবাল-সাকিব আল হাসানদের রেটিং পয়েন্ট ৯৭। আর তিন রেটিং পয়েন্ট হলেই শত পয়েন্ট ছুঁয়ে ফেলবে বাংলাদেশ। বাংলাদেশের পর আছে আফগানিস্তান। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে টপকে আটে উঠে এসেছে রশিদ খানেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*