ভারত-ইংল্যান্ড সিরিজ থেকেই ‘আম্পায়ার্স কলের’ সিদ্ধান্তে নাখোশ ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। যা নিয়ে পরবর্তীতে নিয়ম বদলাতে জোর গলায় আবেদন করেন ভারতের এই অধিনায়ক। কোহলি দাবি পাত্তা না দিলেও বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি।







দীর্ঘদিন ধরেই এক নিয়মের ক্রিকেট খেলে আসছে দলগুলো। কখনো কখনো আম্পায়ারের একটি সিদ্ধান্ত কারো ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে আবার কারো জন্য উল্টোটা হয়েছে।
যে কারণে আম্পায়ার্স কল সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
তবে তার দাবি আইসিসি পূরণ না করলেও কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। তার মধ্যে একটি এলবিডব্লুর রিভিউ। সাধারণত কোন দল এলবিডব্লুর জন্য আবেদন করলে তৃতীয় আম্পায়ার আগে চেক করেন বলটি স্ট্যাম্প এবং বেলসের কোথায় স্পর্শ করেছে।







আগের নিয়ম অনুযায়ী আম্পায়ার যদি ফিল্ডারদের আবেদনে নট আউট দেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে রিভিউতে যদি দেখা যায় বল অর্ধেক অফ স্ট্যাম্প কিংবা অর্ধেক লেগ স্ট্যাম্প বা বেলসের নিচে যদি আঘাত আনে তাহলে সেটি অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। যা নিয়ে কদিন আগে ভারতের অধিনায়ক কোহলি অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
এবার সে নিয়মের পরিবর্তন এনেছে আইসিসি। নতুন নিয়মে বল বেলসের উপরে স্পর্শ করলেই অনফিল্ড আম্পায়ার যদি নট আউটও দিয়ে থাকেন রিভিউতে সে সিদ্ধান্ত বদলে যাবে।
শুধু তাই নয় পরিবর্তন আনা হয়েছে অফ স্ট্যাম্প কিংবা লেগ স্ট্যাম্পের এলবিডব্লুর নিয়মেও। নতুন নিয়ম বল অফ কিংবা লেগ স্ট্যাম্পে আঘাত আনলেই নট আউটের সিদ্ধান্ত বদলাতে বাধ্য থাকবেন অনফিল্ড আম্পায়ার।







এছাড়াও ব্যাটসম্যান এলবিডব্লুর জন্য রিভিউ নিলে সে ক্ষেত্রে তিনি শট অফার করেছিলেন কি না সেটিও আম্পায়ারকে জিজ্ঞাসা করতে পারবেন।
তাছাড়াও আরও একটি নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। সেটি হলো- ব্যাটসম্যান রান সম্পন্ন করছে কি না বোলার তার পরবর্তী বলটি করার আগে সেটি পরীক্ষা করতে পারবে আম্পায়ার।






