বিদেশ সফরে গেলে বিসিবি কর্তারা ক্রিকেটারদের থেকে কত গুণ বেশী টাকা পায় ফাঁস করলেন মাশরাফি

Uncategorized

বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মাশরাফি বিদেশ সফর নিয়ে মুখ খুললেন। বিশেষ করে বিদেশ ট্যুরে গেলে বোর্ড কর্মকর্তা ও ক্রিকেটারদের মধ্যে যে বৈষম্য দেখা যায় তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক এই দলপতি।

মাশরাফি বলেন, ‘প্রায় ক্ষেত্রেই আপনারা বলেন বা শুনেন ক্রিকেটারদের ফ্যামেলি এই বা সেই। ক্রিকেটাদের ফ্যামিলিকে ট্যুরে কি বোর্ড টাকা দিয়ে নিয়ে যায় নাকি!ক্রিকেট প্লেয়ারদের ফ্যামিলিকে প্লেয়ারদের নিজের টাকা দিয়ে নিতে হয়।

তাদের কে তো ফ্রি নেয় না। ফ্যামেলির জন্য তো তারা(ক্রিকেটার) টিএডিএ পায় না যে তার ওয়াইফ গেছে সাথে। বরং যারা ক্রিকেট বোর্ড থেকে যায় তারা টিএডিএ পায় ৫০০ ডলার করে শুনেছি। ক্রিকেট প্লেয়াররাও টিএডিএ পায় ট্যুর ফি মিলিয়ে ১০০ ডলার।’

ম্যাশ আরো বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা যে বেতন পায় তা কোন ভাবেই ইন্টারন্যাশনাল পর্যায়ে মেলানোর দরকার নাই, কারণ তখন প্রশ্ন আসতে পারে ওই লেভেলের ক্রিকেট আমরা খেলতে পারি না। কিন্ত যে লেভেলের ক্রিকেট আমরা খেলি, সেই লেভেলের সাথে এই বেতন কোনভাবেই মেলে না।’

মাশরাফি বলেন, ‘না জিতলে বেতন দিবেন না, এটা কোন কথাই হতে পারে না। জেতার কারণ হতে পারে বেতন বাড়িয়ে দেওয়া। এটা কেউ হিসাব করে না যে একজন খেলোয়াড়ের ডেডিকেশন লেভেল বেড়ে যেতে পারে, তা হলে পুরস্কার স্বরুপ অফিসে ভাল কাজের জন্য প্রোমোশন দিত না।’

মাশরাফি বলেন, ‘ইন্ডিয়ার সাথে মেলানোর দরকার নাই, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সাথে তো মেলানোর প্রয়োজনই নাই। কিন্ত আপনাকে মিনিমাম স্টান্ডার্ড মেন্টেইন করতে হবে।

যে কারণে আজকে প্লেয়ারদের মধ্যে টেস্ট খেলার মানসিকতা হারিয়ে যাচ্ছে। ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে চায় না। ট্রাভেল করতে হয় বাসে। প্লেনের টিকেট দেওয়া হয় না। খেলা থাকে তিন পর পর। যাতায়াতেই দুইদিন চলে যায় প্লেয়ারদের।’

মাশরাফি বলেন, এরপর প্লেয়ারদের ইনজুরি নিয়ে কিছু কথা বলেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, চারদিনের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে।

তখন তারা খেলতে চায় না। কারণ তারা(প্লেয়ার) মনে করে তাদের বিপিএল মিস হয়ে যাবে, ঢাকা লীগ মিস হয়ে যাবে। কেননা ক্লাবেই বেশি টাকা। বিপিএল এ যারা টিম কিনছে তারা বেশি টাকা দিচ্ছে। এখন কথা হতে পারে, টাকার জন্য ক্রিকেট? কিন্ত টাকার জন্য আপনি চাকরি করেন কেন?’

1 thought on “বিদেশ সফরে গেলে বিসিবি কর্তারা ক্রিকেটারদের থেকে কত গুণ বেশী টাকা পায় ফাঁস করলেন মাশরাফি

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.