মাঠ ও মাঠের বাহিরে নানান কর্মকাণ্ডের কারনে সাকিব আলোচিত- সমালোচিত।তবে একটা কথা অস্বীকার করার কোন উপায় নেই তিনি বর্তমান বিশ্বের সেরা একজন ক্রিকেটার।







নতুন খবর হচ্ছে, শুক্রবার মোবাইল ফোনে এক গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দেন সাকিব। সেখানে দেশের হয়ে টেস্ট সিরিজে অংশ না নিয়ে আইপিএল খেলতে যাওয়ার প্রসঙ্গ ওঠে।
আইপিএলে অর্থের প্রভাব বেশি বিষয়টাও টেনে আনেন সাংবাদিক। এক পর্যায়ে সাকিবকে প্রশ্ন করেন সাংবাদিক, লোকে তো বলে আপনার শত শত কোটি টাকা!
এরপর জবাব দিলেন সাকিব, যারা এমনটা বলেন তারা যদি দেখিয়ে দেন যে কোথায় আমার এতো টাকা তাহলে তো সুবিধা হয়।






